
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি. স.): স্পেনের বিদেশমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বুধবার রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি ভবনে আলবারেসকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও স্পেনের সম্পর্ক কয়েক দশকের পুরনো। বাণিজ্য, সংস্কৃতি, গণতন্ত্র এবং বহুত্ববাদের মতো অভিন্ন মূল্যবোধ এই সম্পর্ককে সমৃদ্ধ করেছে। তিনি উল্লেখ করেন যে, ২০২৬ সালটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকী। এই বছরটিকে ‘ভারত-স্পেন দ্বৈত বর্ষ: সংস্কৃতি, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ হিসেবে উদ্যাপন করা হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, ভারত ও স্পেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ছে। ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে, নবীকরণযোগ্য শক্তি, নগর পরিষেবা এবং ডিফেন্স অ্যারোস্পেসের মতো ক্ষেত্রে স্পেনের দক্ষতা ভারতের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আশাপ্রকাশ করেন যে, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে ভারত ও স্পেনকে রাষ্ট্রপুঞ্জ এবং জি-২০-র মতো বৈশ্বিক মঞ্চে একযোগে কাজ করতে হবে।
সন্ত্রাসবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই বিষয়ে ভারত ও স্পেনের অবস্থান একই। সন্ত্রাসবাদ বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। এর যে কোনও রূপ বা বহিঃপ্রকাশের বিরুদ্ধে লড়াই করতে দুই দেশকে সম্পদ ও সামর্থ্য নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
সবশেষে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। আগামী ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারত ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং ইউরোপীয় কমিশনের সভাপতিকে ‘মুখ্য অতিথি’ হিসেবে স্বাগত জানাতে উৎসুক হয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি