
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস—উভয়কেই রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। বুধবার কলকাতার শহীদ মিনার প্রাঙ্গণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর (আইএসএফ) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী।
আইএসএফ-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে আয়োজিত এই সমাবেশে নওশাদ সিদ্দিকী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী কাজের কঠোর সমালোচনা করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে আহ্বান জানান, আগামী নির্বাচনে উভয় দলকেই পরাস্ত করতে হবে। সমাবেশে ভাঙড়ের বিধায়ক আরও জানান, ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট করার লক্ষ্যে বামপন্থী ও অন্যান্য সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আসন সমঝোতার আলোচনা অব্যাহত রয়েছে।
সম্ভবত চলতি জানুয়ারি মাসেই জোট এবং দলের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দলের কোর কমিটি ও রাজ্য স্তরে আরও কয়েকটি বৈঠক করা হবে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত