
জাকার্তা, ২১ জানুয়ারি (হি.স.) : বুধবার জাকার্তায় ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং প্রাক্তন বিশ্ব নম্বর ১ কিদাম্বি শ্রীকান্ত তাদের নিজ নিজ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।
পঞ্চম স্থান অধিকারী সিন্ধু ৫৩ মিনিটের মহিলা একক ম্যাচে জাপানের মানামি সুইজুকে ২২-২০, ২১-১৮ ব্যবধানে পরাজিত করলেও, বর্তমানে বিশ্বের ৩৩তম স্থানে থাকা শ্রীকান্ত এক ঘন্টা ১২ মিনিট ধরে লড়াই করে বিশ্বের ২২ নম্বর কোকি ওয়াতানাবেকে ২১-১৫, ২১-২৩, ২৪-২২ ব্যবধানে পরাজিত করেন।
শ্রীকান্ত পরবর্তীতে চাইনিজ তাইপেইয়ের চতুর্থ বাছাই চৌ তিয়েন চেনের মুখোমুখি হবেন, যিনি প্রথম রাউন্ডের আরেকটি ম্যাচে আয়ারল্যান্ডের নাট নগুয়েনকে ২১-১৪, ২১-১৫ গেমে পরাজিত করেছিলেন।
কিন্তু কিরণ জর্জ ইন্দোনেশিয়ার মোহ জাকি উবাইদিল্লাহর কাছে ১৭-২১, ১৪-২১ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন।
মহিলাদের একক বিভাগে, আকর্ষি কাশ্যপও প্রথম রাউন্ডে জুলি দাওয়াল জ্যাকবসেনের কাছে ২১-৮, ২০-২২, ১৭-২১ গেমে হেরে বিদায় নেন।
ভারতের অভিযান মিশ্র দ্বৈত প্রতিযোগিতায় শেষ হয়, যেখানে রোহন কাপুর ও রুথভিকা গাড্ডে এবং ধ্রুব কপিলা ও তানিশ ক্রাস্টোর জুটি প্রথম রাউন্ডেই বিদায় নেয়।
কাপুর এবং গাড্ডে চতুর্থ বাছাই ফ্রান্সের থম গিকুয়েল এবং ডেলফাইন ডেলরু জুটির কাছে ৯-২১, ২০-২২ গেমে হেরে গেলেও, কপিলা এবং ক্রাস্টো জুলিয়েন মাইও এবং লিয়া পালের্মোর আরেক ফরাসি জুটির কাছে ২৩-২১, ২০-২২, ৬-২১ গেমে হেরে যান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি