অকালে চলে গেলেন হাফলঙের বাসিন্দা সাংবাদিক শম্ভুধন ফংলো
হাফলং (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন সাংবাদিক শম্ভুধন ফংলো। সুখেন ফংলোর একমাত্র পুত্র, হাফলং থেকে প্রকাশিত সাপ্তাহিক ডিমাসা ভাষার সংবাদপত্র ‘হাফলং খুরাং’-এর স্বত্বাধিকারী শম্ভুধন ফোংলো মঙ্গলবার মধ্যরাত (বুধ
সাংবাদিক শম্ভুধন ফংলো (ফাইল ফটো)


হাফলং (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন সাংবাদিক শম্ভুধন ফংলো। সুখেন ফংলোর একমাত্র পুত্র, হাফলং থেকে প্রকাশিত সাপ্তাহিক ডিমাসা ভাষার সংবাদপত্র ‘হাফলং খুরাং’-এর স্বত্বাধিকারী শম্ভুধন ফোংলো মঙ্গলবার মধ্যরাত (বুধবার) ১২:৩০ মিনিটে হাফলঙেরর হোলি স্পিরিট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সেঙ্গিয়া শম্ভুধনরাজির বাসিন্দা শম্ভুধন ফংলো মৃত্যুকালে বাবা, মা, স্ত্রী, চার বছরের ছেলে সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। লিভারজনিত রোগে ভুগছিলেন শম্ভুধন।

শম্ভুধন ফংলোর অকালমৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক মহল এবং তাঁর পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‘হাফলং খুরাং’ ছাড়াও ‘হিলস লাইভ’ সহ বিভিন্ন মিডিয়া হাউসে অবদান ছিল শম্ভুধন ফাংলোর। সাংবাদিক শম্ভুধন ফংলোর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে হাফলং প্রেস ক্লাব। সাপ্তাহিক হাফলং খুরাং সংবাদপত্রের সম্ভাবনাময় ভবিষ্যৎ শম্ভুধন ফংলোর অকাল বিয়োগ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বলে প্রয়াতের পরিবারবর্গের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও জনসংযোগ বিভাগ (হিলস)-এর অতিরিক্ত অধিকর্তা ডিএন লয়িং।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande