
গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তৰ্গত কারিগাঁও এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন, জানিয়েছে অসম পুলিশ।
আজ বুধবার অসম পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে বলা হয়েছে, ‘আমরা সমাজের সব স্তরের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং দেশবিরোধী শক্তি কর্তৃক প্রচারিত কোনও ধরনের গুজব বা ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।’
এক্স-এ আরও লেখা হয়েছে, ‘যে সব দেশবিরোধী শক্তি শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করতে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, তাদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজ্য পুলিশ বলেছে, ‘প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস