মেঘালয়, মণিপুর ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মোহন যাদবের
ভোপাল, ২১ জানুয়ারি (হি.স.) : মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব। বুধবার সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মেঘালয় ভারতের গৌরব।
দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে মধ্যপ্রদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব


ভোপাল, ২১ জানুয়ারি (হি.স.) : মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব।

বুধবার সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মেঘালয় ভারতের গৌরব। এই রাজ্য তার পর্বতমালা, প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ জনজাতি সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত।

একইভাবে ত্রিপুরা মা ত্রিপুরাসুন্দরীর কৃপায় আশীর্বাদধন্য এবং অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত।

ভারতের ‘রত্ন’ হিসেবে পরিচিত মণিপুরও তার স্বতন্ত্র শিল্পকলা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য আলাদা পরিচয় বহন করে।

মুখ্যমন্ত্রী ডা. যাদব বলেন, “বাবা মহাকালের কাছে আমার এই প্রার্থনা—প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই তিনটি রাজ্য উন্নয়নের নতুন দিগন্ত ছুঁয়ে সর্বদা অগ্রগতির পথে এগিয়ে যাক। রাজ্যবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বিরাজ করুক।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande