

ইন্দোর, ২১ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের ইন্দোর জেলার ভাগীরথপুরা এলাকায় দূষিত জলের কারণে আরও এক জনের মৃত্যু হয়েছে। নিহত হেমন্ত গায়কোয়াড (৫১) ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তিনি ই-রিকশা চালিয়ে পরিবারের চালাতেন ।
জানা গেছে, হেমন্তকে কয়েকদিন আগে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরও অবস্থা উন্নতি হয়নি এবং বুধবার ভোরে তিনি মারা যান। এর ফলে দূষিত জলের জেরে মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছালো।
জেলায় প্রশাসনের বক্তব্য, দ্রুত কার্যকর পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে হাসপাতালের ওপিডি-তে রোগীর সংখ্যা কমেছে। হেমন্ত ছাড়াও এ পর্যন্ত ৪৪৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জেলা শাসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের জন্য হাসপাতালে এবং এলাকায় পর্যবেক্ষণ ও চিকিৎসার ব্যবস্থা করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য