
ইমফল, ২১ জানুয়ারি (হি.স.) : ইমফলে ঐতিহাসিক কাংলা নংপোক তোরবান প্রাঙ্গণে বিশাল স্মারক জাতীয় পতাকা উত্তোলন করেছেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লা।
আজ বুধবার স্মারক জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল অজয়কুমার ভাল্লা জাতি গঠনে মণিপুরের বহুদিনের অবদানের কথা তুলে ধরেন। ‘মনুমেন্টাল ফ্ল্যাগ ইনোগরেশন ডে’ হিসেবে চিহ্নিত এই অনুষ্ঠানটি মণিপুর সরকারের গৃহ দফতরের উদ্যোগে আয়োজিত হয়। রাজ্যপাল এর আগে ইমফলে ১ নম্বর ব্যাটালিয়ন মণিপুর রাইফেলস গ্রাউন্ডে অনুষ্ঠিত ৫৫-তম রাজ্য দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
রাজ্যে এই প্রথমবারের মতো ফ্ল্যাগ ফাউন্ডেশন অব ইন্ডিয়া একটি মনুমেন্টাল জাতীয় পতাকা স্থাপন করা হয়েছে। ইমফলে এই পতাকা স্থাপনের মধ্য দিয়ে সারা দেশে ফাউন্ডেশনের ২০০-তম মনুমেন্টাল পতাকা স্থাপনের মাইলফলকও সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ছিলেন মুখ্যসচিব, রাজ্যের পুলিশ-প্রধান, আসাম রাইফেলস-এর ডিজি জেনারেল রাভরূপ সিং, রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সহ একাধিক শীর্ষ আধিকারিকবর্গ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস