এমবাপ্পে ও ভিনিসিউস জাদুতে মোনাকোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ২১ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার রাতে মোনাকোকে ৬-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন এমবাপ্পে। এক গোল ও দুই অ্যাসিস্ট এসেছে ভিনিসিউসের পা থেকে। একটি করে গোল করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুড বেলিংহ্যাম। এবারের চ্যাম্পিয়ন্স
এমবাপ্পে ও ভিনিসিউস জাদুতে মোনাকোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ


মাদ্রিদ, ২১ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার রাতে মোনাকোকে ৬-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন এমবাপ্পে। এক গোল ও দুই অ্যাসিস্ট এসেছে ভিনিসিউসের পা থেকে। একটি করে গোল করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জুড বেলিংহ্যাম।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ১১ গোল করে তালিকার শীর্ষে এমবাপে।

আসরে আগের তিন রাউন্ডের দুটিতে হেরেছিল রিয়াল।এর মধ‍্যে সবশেষ ম্যাচে ঘরের মাঠে হেরেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। দারুণ পারফরম্যান্সেই জয়ের পথে ফিরল তারা।

পয়েন্ট তালিকায়ও বড় লাফ দিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠল তারা।

আসরে দ্বিতীয় হারের পর ৯ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছে মোনাকো।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande