নির্ধারিত সময়ে আসেননি শাহিদ-তৃপ্তি, অনুষ্ঠান ছাড়লেন ক্ষুব্ধ নানা পাটেকর
মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.): শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি ও নানা পাটেকর অভিনীত চলচ্চিত্র ‘ও রোমিও’–র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তৈরি হল এক অপ্রত্যাশিত পরিস্থিতি। বুধবার ট্রেলার প্রকাশের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। ​নির্ধা
ট্রেলার লঞ্চের আগেই ইভেন্ট ছেড়ে গেলেন নানা পাটেকর


মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.): শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি ও নানা পাটেকর অভিনীত চলচ্চিত্র ‘ও রোমিও’–র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তৈরি হল এক অপ্রত্যাশিত পরিস্থিতি। বুধবার ট্রেলার প্রকাশের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর।

​নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা নাগাদ নানা পাটেকর অনুষ্ঠানস্থলে পৌঁছালেও, ছবির মূল দুই অভিনেতা শাহিদ ও তৃপ্তি প্রায় দেড় ঘণ্টা দেরিতে, অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিটে উপস্থিত হন। জানা গেছে, তাঁরা কাছেই একটি প্রেক্ষাগৃহে অন্য এক প্রচারমূলক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ধৈর্য হারিয়ে ট্রেলার লঞ্চের আগেই চলে যান নানা পাটেকর।

​বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শোরগোল শুরু হয়েছে। বলিউডের তারকাদের সময়ানুবর্তিতা নিয়ে প্রশ্ন তুলে অনেকেই প্রবীণ অভিনেতার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

​এদিন মঞ্চে ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, “নানা এখানে নেই ঠিকই, কিন্তু তাঁকে নিয়ে কিছু না বললে অন্যায় হবে। প্রায় ২৭ বছর ধরে তাঁকে চিনি। আমরা তাঁকে এক ঘণ্টা অপেক্ষা করিয়েছি বলেই তিনি চলে গিয়েছেন। যাওয়ার সময় তিনি স্পষ্টভাবে বলে গিয়েছেন— ‘এক ঘণ্টা অপেক্ষা করিয়েছ, তাই আমি চলে যাচ্ছি।’ এটাই নানার নিজস্ব স্টাইল।”

​নানা পাটেকরের অনুপস্থিতিতেই শেষ পর্যন্ত ট্রেলারটি প্রকাশিত হয়। তবে ছবির বিষয়বস্তুর চেয়েও বর্ষীয়ান অভিনেতার এই ‘প্রস্থান’ এখন বিনোদন জগতে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande