দেশজুড়েই সর্বাত্মক ব্যাঙ্কিং শিল্পে ধর্মঘটের সমর্থনে সভা ডাকল - এসবিআইওএ
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে প্রস্তাবিত সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার থেকেই প্রচারে নামছে ''স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন'' । সাধারণ গ্রাহকদের সচেতন করতে এবং আন্দোলনের প্রয়োজনীয়
দেশজুড়েই সর্বাত্মক ব্যাঙ্কিং শিল্পে ধর্মঘটের সমর্থনে সভা ডাকল - এসবিআইওএ


কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে প্রস্তাবিত সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার থেকেই প্রচারে নামছে 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন' । সাধারণ গ্রাহকদের সচেতন করতে এবং আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরতে একাধিক প্রচার কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ধর্মঘটের জেরে চলতি মাসের শেষদিকে স্বাভাবিক ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

​যৌথ আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ কলকাতার জুট হাউস (টি বোর্ড)-এর কাছে একটি বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশের মাধ্যমেই ২৭ তারিখের ধর্মঘটের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হবে।

​উল্লেখ্য, এবারের ধর্মঘটের কেন্দ্রীয় স্তরে অন্যতম প্রধান দাবি হলো— ব্যাঙ্কিং শিল্পে অবিলম্বে ৫ দিনের কর্মসপ্তাহ (৫-ডে ওয়ার্ক উইক) কার্যকর করা। সংশ্লিষ্ট মহলে এ নিয়ে আগেই নীতিগত সম্মতি মিলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিষয়টি। সমস্ত শনিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবিতেই মূলত এই আন্দোলনে সরব হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande