নূরপুরে নেশা কারবারিদের ১.৭৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
ধর্মশালা, ২১ জানুয়ারি (হি.স.) : হিমাচলের নূরপুর জেলা পুলিশ নেশা পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল। নেশার ব্যবসা থেকে অর্জিত ১ কোটি ৭৬ লক্ষ ৫৮ হাজার ৪৩৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ স
নূরপুরে নেশা কারবারিদের ১.৭৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত


ধর্মশালা, ২১ জানুয়ারি (হি.স.) : হিমাচলের নূরপুর জেলা পুলিশ নেশা পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল। নেশার ব্যবসা থেকে অর্জিত ১ কোটি ৭৬ লক্ষ ৫৮ হাজার ৪৩৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ মার্চ নূরপুর থানার অধীনে পঞ্জাবের দুই নেশা পাচারকারীর কাছ থেকে ৪ কেজি ৩০ গ্রাম মাদক ( চরস ) উদ্ধার করা হয়। এই ঘটনায় অমৃতসর জেলার বাসিন্দা অমিত কুমার ও গুরুপ্রীত সিংকে গ্রেফতার করা হয়।

তদন্তে দেখা যায়, মূল অভিযুক্ত অমিত কুমার ও তার সহযোগী ধর্মচন্দ্র এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে বাড়ি, গাড়ি, নগদ অর্থ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রয়েছে, যার কোনও বৈধ উৎস তারা দেখাতে পারেনি।

পুলিশের দাবি, এই সম্পত্তি নেশার অবৈধ কারবার থেকেই অর্জিত। পরবর্তীতে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব পাঠানো হয় দিল্লির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে, যেখানে সেই আদেশের অনুমোদন মিলেছে।

নূরপুরের পুলিশ সুপার জানান, এখনও পর্যন্ত ১৫টি মামলায় নেশা কারবারিদের মোট ২৬.৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান চলবে বলে তিনি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande