সংস্কৃত সুভাষিতমে ধারাবাহিক উদ্যোগের বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রতিদিনই সংস্কৃত সুভাষিতম তাঁর সমাজ মাধ্যমে ভাগ করে নেন সকলের সঙ্গে| বুধবারও তার ব্যতিক্রম হয়নি| এ দিনও প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম তুলে ধরেছেন| সমাজ মাধ্যমে প্রধানমন
সংস্কৃত সুভাষিতমে ধারাবাহিক উদ্যোগের বার্তা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রতিদিনই সংস্কৃত সুভাষিতম তাঁর সমাজ মাধ্যমে ভাগ করে নেন সকলের সঙ্গে| বুধবারও তার ব্যতিক্রম হয়নি| এ দিনও প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম তুলে ধরেছেন|

সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন,

চরৈবেতি চরৈবেতি চরণ্বই মধু বিন্দতি।

সূর্যাস্য পশ্য শ্রেমাণম্ ন মামার ন জীর্যতি।

অর্থাৎ, সাফল্যের আস্বাদন তাঁরাই লাভ করেন যাঁরা ধারাবাহিকভাবে উদ্যোগী; ঠিক যেমন সূর্য ক্লান্তিহীনভাবে আলোকিত করে চলে সারা বিশ্বকে।

এই সংস্কৃত সুভাষিতমের সঙ্গে তিনি অন্য একটি বার্তাও যুক্ত করেছেন| তাতে উত্তর-পূর্বের তিন রাজ্য মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ওই অঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের উদ্যোগের মাধ্যমে তাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সোপান বেয়ে এগিয়ে যাবেন বলে তিনি কামনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande