মণিপুরের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মণিপুর রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মণিপুরের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মণিপুরের মানুষ ভারতের অগ্রগতিকে সমৃদ্ধ করেছে। খেলাধূলা, সংস্কৃতি ও প্রকৃতির প্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মণিপুর রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মণিপুরের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মণিপুরের মানুষ ভারতের অগ্রগতিকে সমৃদ্ধ করেছে। খেলাধূলা, সংস্কৃতি ও প্রকৃতির প্রতি এই রাজ্যের আবেগ উল্লেখযোগ্য।

প্রধানমন্ত্রী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানান, মণিপুরের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সেই রাজ্যের আমার ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মণিপুরের মানুষ ভারতের অগ্রগতিতে অবদান রাখছেন। খেলাধুলো, সংস্কৃতি এবং প্রকৃতির প্রতি এই রাজ্যের অনুরাগ প্রশংসার যোগ্য। আগামী দিনেও রাজ্যটি যেন উন্নয়নের পথে এগিয়ে চলে, সেই প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande