মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা দেশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ওই রাজ্য সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বলেও মন্তব্য করেছেন প্রধানম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা দেশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ওই রাজ্য সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে ভরপুর বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে মেঘালয় উন্নয়নের যাত্রায় আরও এগিয়ে যাক, এমনটাই প্রার্থনা করেছেন তিনি।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী এক পোস্ট করেছেন। লিখেছেন, মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সেখানকার জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মেঘালয়ের জনগণ আমাদের দেশের উন্নয়নে শক্তিশালী অবদান রেখেছেন। এই রাজ্যের সাংস্কৃতিক প্রাণবন্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপকভাবে প্রশংসিত। ভবিষ্যতে মেঘালয় উন্নয়নের নতুন শিখরে আরোহণ করতে থাকুক, এই কামনা করি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande