ত্রিপুরার প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ত্রিপুরা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলেছে। আগামী দিনে এই রাজ্যের সমৃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ত্রিপুরা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলেছে। আগামী দিনে এই রাজ্যের সমৃদ্ধশালী হয়ে ওঠার প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

সামাজিক মাধ্যম এক্স হ্যাণ্ডলে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীদের শুভেচ্ছা জানাই। ত্রিপুরা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলেছে। এই রাজ্য বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়ে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। রাজ্যের মানুষ ভারতের উন্নয়নে গতির সঞ্চার করে চলেছেন। আগামী দিনেও এই রাজ্য আরও সমৃদ্ধশালী হয়ে উঠুক, সেই প্রার্থনাই করি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande