এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল মালদা, ধিক্কার সভা থেকে বেলাগাম মন্তব্য তৃণমূল সভাপতির
মালদা, ২১ জানুয়ারি (হি. স.):- এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার রাজনৈতিক পরিস্থিতি। বুধবার মালতিপুর বিধানসভার বলরামপুর এলাকার বাসিন্দা বৃদ্ধ মহম্মদ জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ তোলে তৃ
আব্দুর রহিম বকসী


মালদা, ২১ জানুয়ারি (হি. স.):- এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার রাজনৈতিক পরিস্থিতি। বুধবার মালতিপুর বিধানসভার বলরামপুর এলাকার বাসিন্দা বৃদ্ধ মহম্মদ জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে চাঁচল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভার আয়োজন করা হয়।মালতিপুর লাইব্রেরি মাঠ থেকে শুরু হওয়া মিছিলে মৃতের স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটেন স্থানীয় বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। মিছিল শেষ হয় ব্লক দফতরের সামনে, সেখানেই অনুষ্ঠিত হয় ধিক্কার সভা। সভায় মৃত জলিলের কবরের মাটি মাথায় মেখে আন্দোলনের শপথ নেন বিধায়ক সহ তৃণমূল কর্মীরা। পাশাপাশি বিধায়কের মাসিক সম্মানিক ভাতা থেকে মৃতের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন আব্দুর রহিম বক্সি। তিনি বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান এবং বিজেপি কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। যদিও সংবাদমাধ্যমের সামনে রহিম বক্সির দাবি, বিজেপি পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।এদিকে বিজেপির পাল্টা অভিযোগ, রাজনৈতিক জমি হারানোর আশঙ্কা থেকেই অরাজকতা সৃষ্টি করে নির্বাচনে ফায়দা তুলতে চাইছে তৃণমূল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande