
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.): দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফে বারবার আশ্বাস মিললেও তা বাস্তবায়িত না হওয়ায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটল ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। বুধবার কলকাতার রামলীলা ময়দানে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ ও বর্ণাঢ্য মিছিল কর্মসূচি গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সিভিল আপদ মিত্র ও বঞ্চিত বিপর্যয় যোদ্ধারা দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছেন। তাঁদের মূল দাবি, মাসে ৩০ দিনের কাজের নিশ্চয়তা, ৬০ বছর বয়সে স্থায়ীকরণ এবং দীর্ঘদিনের বঞ্চনা ও যন্ত্রণা থেকে মুক্তি। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের ন্যায্য দাবি আজও পূরণ হয়নি।বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রতিনিধি স্বপন কুমার রায় বলেন, রাজ্য সরকার শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কোনও সিদ্ধান্ত কার্যকর হয়নি। আর এক নেতা প্রসেনজিৎ বসাক জানান, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শান্তিপূর্ণভাবে চলা এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সিভিল ডিফেন্স যোদ্ধা অংশ নেন। তাঁদের স্পষ্ট বার্তা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়