
মালদা, ২১ জানুয়ারি (হি. স.) : কাজ থেকে ছাঁটাই, বেতন কাটছাঁট ও দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অবস্থান-বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। এর জেরে হাসপাতালের পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়। চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। বহু ক্ষেত্রে রোগীর আত্মীয়দেরই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে দেখা যায়।আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, তাঁরা একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করলেও গত পাঁচ মাস ধরে তাঁদের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড ও ইএসআইয়ের মতো সামাজিক সুরক্ষা সুবিধাও নিয়মিত মিলছে না। কর্মীদের ওপর সারাক্ষণ নজরদারি চালানো হচ্ছে এবং টানা কাজের মাঝে সামান্য বিশ্রাম নিলেই কোম্পানির রোষানলে পড়তে হচ্ছে বলে দাবি। ইতিমধ্যেই কয়েকজন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।কর্মীদের আরও দাবি, সমস্যার কথা তুললেই তাঁদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তাঁরা হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কিন্তু তাতেও কোনও সমাধান না হওয়ায় বুধবার থেকে কর্মবিরতি ও অবস্থান আন্দোলন শুরু করা হয়েছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়