এজেন্সি প্রথা বাতিল ও বেতন কাঠামোর দাবিতে নবান্নের সামনে কারিগরি শিক্ষকদের ধর্না
কলকাতা, ২১ জানুয়ারি ( হি. স.) :ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে বুধবার নবান্ন অভিযানে সামিল হলেন রাজ্যের কারিগরি শিক্ষকরা। এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে হাওড়ার মন্দিরতলা এলাকায় নবম থেকে দ্বাদশ শ্
প্রতিবাদে শিক্ষক


কলকাতা, ২১ জানুয়ারি ( হি. স.) :ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে বুধবার নবান্ন অভিযানে সামিল হলেন রাজ্যের কারিগরি শিক্ষকরা। এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে হাওড়ার মন্দিরতলা এলাকায় নবম থেকে দ্বাদশ শ্রেণির কারিগরি বিষয়ের শিক্ষকরা জমায়েত করেন। তাঁদের প্রধান দাবি—অবিলম্বে এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে নির্দিষ্ট বেতন কাঠামো ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা।

​আন্দোলনকারীদের অভিযোগ, গত বারো বছর ধরে তাঁদের বেতন বাড়েনি। শিক্ষা দফতরের অধীনে কাজ করা সত্ত্বেও বেসরকারি এজেন্সির মাধ্যমে নিযুক্ত থাকায় তাঁরা সামাজিক সুরক্ষা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত। এই বঞ্চনার প্রতিকার চেয়ে তাঁরা নবান্ন সচিবালয়ে একটি স্মারকলিপি জমা দেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande