
প্যারিস, ২১ জানুয়ারি(হি.স.): চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে স্পোর্টিং সিপির কাছে ২-১ ব্যবধানে হেরে গেল পিএসজি। শেষ মুহূর্তে জোড়া গোলে জয়ের নায়ক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের একবার সমতায় ফিরিয়েছিলেন খাভিচা কাভারাটস্খেলিয়া।
এই হারে টুর্নামেন্টের শীর্ষ আটে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে গেল পিএসজির। ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান স্পোর্টিং সিপির।
পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নিয়েও এমন হারে হতাশ পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘এত ভালো খেলার পর এভাবে হারাটা কষ্টদায়ক।’
নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচেই নির্ধারিত হবে— ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ এড়াতে পারবে কি না তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি