
শিলিগুড়ি, ২১ জানুয়ারি (হি.স.): এখন থেকে কার্শিয়াঙে প্যারাগ্লাইডিং-এর আনন্দও উপভোগ করতে পারবেন পর্যটকরা। পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটকরা কার্শিয়াংয়ের দুরপিনদাড়া গ্রাম থেকে প্যারাগ্লাইডিং করতে পারবেন। এই উড়ান দুরপিনদাড়া গ্রাম থেকে শুরু হয়ে দুধুয়া বালাসন নদী পর্যন্ত হবে, যার সময়সীমা থাকবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট। এই উড়ানের মাধ্যমে পর্যটকরা আকাশ থেকে পাহাড়, জঙ্গল, চা বাগান এবং নদীর মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। আগামী ২৬ জানুয়ারি এই নতুন প্যারাগ্লাইডিং স্পটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
জিটিএ-র পর্যটন বিভাগের প্রজেক্ট অফিসার ডক্টর দাওয়া গ্যালপো শেরপা জানিয়েছেন, পর্যটকদের মধ্যে প্যারাগ্লাইডিং-এর ব্যাপক চাহিদা রয়েছে। পাহাড়ের অন্যান্য স্থানেও প্যারাগ্লাইডিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এবার কার্শিয়াংয়ে আসা পর্যটকরাও ‘বার্ডস আই ভিউ’-তে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কার্শিয়াংয়ে বর্তমানে মোট ১২টি প্যারাগ্লাইডার আনা হয়েছে এবং প্রশিক্ষিত রাইডারদের তত্ত্বাবধানেই পর্যটকরা উড়তে পারবেন।
কার্শিয়াং প্যারাগ্লাইডিং-এর দায়িত্বপ্রাপ্ত আদিত্য থাপা জানিয়েছেন, পরীক্ষামূলক উড়ান বা ট্রায়াল সফল হয়েছে এবং এখন এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে মাথাপিছু ফি এখনও চূড়ান্ত করা হয়নি। জিটিএ আশা করছে, এই উদ্যোগের ফলে পাহাড়ের পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও চাঙ্গা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি