
পুরুলিয়া, ২১ জানুয়ারি (হি. স. ) : বুধবার লালমাটির জেলা পুরুলিয়ায় সভা করে সেখান থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার ৯টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করে তিনি স্লোগান তুললেন “আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না।” বলে ডায়মন্ড হারবারের সাংসদ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে ‘রণসংকল্প সভা’ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হয়ে তিনি বলেন, “বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়ার ৬৮০ কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা পেলে এই জেলায় আরও উন্নয়ন হতে পারত।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত