এসআইআর ও ফর্ম ৬–৭ বিতর্কে নির্বাচন কমিশনের দফতরের সামনে বাংলা পক্ষের বিক্ষোভ, সিইও-কে ডেপুটেশনসরকারকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে বৈধ বাঙালিদের হেনস্থা এবং ‘ফর্ম ৬’ ব্যবহার করে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম তোলার চেষ্টার অভিযোগে বুধবার নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল ‘বাংলা পক্ষ’। বিক্ষোভ কর
বাংলা পক্ষ


কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে বৈধ বাঙালিদের হেনস্থা এবং ‘ফর্ম ৬’ ব্যবহার করে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম তোলার চেষ্টার অভিযোগে বুধবার নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল ‘বাংলা পক্ষ’। বিক্ষোভ কর্মসূচি শেষে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা।​পরে অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগীর সঙ্গে সংগঠনের নেতৃত্বের এক দীর্ঘ বৈঠক হয়। বৈঠক শেষে বাংলা পক্ষের পক্ষ থেকে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে তা কার্যকর করার কোনো নির্দেশিকা আসেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।​সংগঠনের অভিযোগ, তথ্যের অসংগতির অজুহাতে প্রায় এক কোটির বেশি বাঙালি ভোটারকে শুনানির নোটিশ পাঠিয়ে হয়রান করা হচ্ছে। এই তালিকায় অমর্ত্য সেন, জয় গোস্বামী ও নেতাজি পরিবারের সদস্যদের নামও জড়িয়ে পড়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি অবিলম্বে ভিন রাজ্যের ভোটার অন্তর্ভুক্তির চেষ্টা বন্ধ করা এবং ভোটার কার্ডে নামের বানান বিভ্রাট মেটানোর দাবি জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande