
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উদ্যোগে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের এসএলএসটি পরীক্ষার ভিত্তিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করা হয়।কমিশন সূত্রে খবর, মোট ১২,৪৪৫টি শূন্যপদের জন্য এই প্যানেল প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই সফল প্রার্থীদের নথিপত্র যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সুপারিশপত্র প্রদানের দিনক্ষণ নিয়ে কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।প্রাসঙ্গিকভাবে জানা গিয়েছে, এই তালিকায় যেমন নতুন প্রার্থীদের নাম রয়েছে, তেমনই আইনি জটিলতা বা অন্যান্য কারণে পূর্ববর্তী প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত যোগ্য প্রার্থীদের বিষয়টিও বিবেচনা করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সুনিশ্চিত করে ঘোষণা করেনি কমিশন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত