সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার ৪-০ গোলে জয়
অসম, ২১ জানুয়ারি (হি. স.) : ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার জয় যাত্রা। দুরন্ত ছন্দেই বৃহস্পতিবার শুরু করেছে বাংলা। জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট তথা সন্তোষ ট্রফির মূল পর্বে গতবারের চ্যাম্পিয়ন বাংলার অভিষেক। প্রথম খেলায় অসমের ডিব্রুগড়ের ঢা
অসমের সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার জয়যাত্রা


অসম, ২১ জানুয়ারি (হি. স.) : ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার জয় যাত্রা। দুরন্ত ছন্দেই বৃহস্পতিবার শুরু করেছে বাংলা। জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট তথা সন্তোষ ট্রফির মূল পর্বে গতবারের চ্যাম্পিয়ন বাংলার অভিষেক। প্রথম খেলায় অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৪ - ০ গোলের ব্যবধানে জিতল। বাংলার পক্ষে গোল করেন যথাক্রমে - আকাশ হেমব্রম, আকিব নওয়াব, অধিনায়ক রবি হাঁসদা ও সায়ন ব্যানার্জী। উল্লেখ্য, বাংলার পরবর্তী খেলা আগামী শুক্রবার। দ্বিতীয় দফায় উত্তরাখণ্ডের মুখোমুখ হবে বাংলার খেলোয়াড়রা। প্রসঙ্গত, এদিন খেলা শেষ হতেই প্রতিক্রিয়া মিলেছে বাংলা দলের কোচ ও গোলদাতার। সন্তোষ ট্রফির মূল পর্বের প্রথম ম্যাচে বাংলা বড় ব্যবধানে নাগাল্যান্ডকে হারানোর পরেই বাংলার কোচ সঞ্জয় সেন এই প্রসঙ্গে জানিয়েছেন, - আত্মসন্তুষ্টি নয়। দলের সকলকেই জয়ের দিকেই প্রথম ও প্রধান লক্ষ্য রেখেই খেলতে নির্দেশ ছিল। আপাতত সেদিকে তাকিয়েই এদিন লক্ষ্য পূরণ করেছে। এর রেশ ধরেই গোলদাতা আকিব নওয়াব সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এর রেশ ধরেই জয়সূচক গোলের নেপথ্যের আরেক কারিগর, এদিন সে সাংবাদিক সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের জবাবে সদুত্তর দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande