সন্তোষ ট্রফি: নাগাল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছে বাংলা, ঘোষিত প্রথম একাদশ
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : অসমে শুরু হয়েছে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্বের লড়াই। প্রথম দিনেই বুধবার নাগাল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বাংলা। ঢকুয়াখনা ফুটবল স্টেডিয়ামে দুপুর দেড়টার পরিবর্তে খেলাটি শুরু হবে বেলা দুটো নাগাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে
কোচ সঞ্জয় সেন এর নেতৃত্বাধীন বাংলা দলের অনুশীলন


কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : অসমে শুরু হয়েছে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্বের লড়াই। প্রথম দিনেই বুধবার নাগাল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বাংলা। ঢকুয়াখনা ফুটবল স্টেডিয়ামে দুপুর দেড়টার পরিবর্তে খেলাটি শুরু হবে বেলা দুটো নাগাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এদিন বাংলার প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে।

সোমনাথ দত্ত, সুমন দে, বাইকে থাপা, রবি হাঁসদা, সায়ন ব্যানার্জি, বিক্রম প্রধান, আকাশ হেমব্রম, উত্তম হাঁসদা, চাকু মান্ডি, জুয়েল এ মজুমদার ও তন্ময় দাস।

গৌরব শাহ, মার্শাল কিস্কু, মদন মান্ডি, সুজিত সাধু, সময় সোম, করণ রাই, আকিব নবাব, প্রশান্ত দাস, শ্যামল বেসরা ও নরহরি শ্রেষ্ঠ।

​নাগাল্যান্ডের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবারই চূড়ান্ত পর্যায়ের অনুশীলন সেরে নিয়েছে বাংলা দল। প্রধান কোচ সঞ্জয় সেনের অধীনে দলের প্রস্তুতি এখন তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande