
কলকাতা, ২১ জানুয়ারি(হি.স.): বুধবার সন্তোষ ট্রফির ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আসামে, সপ্তমবারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে।
রাজ্যটি প্রথমবারের মতো ১৯৫৯-৬০ সালে এবং তারপর আবার ১৯৬৯-৭০ সালে নওগং-এ এটি আয়োজন করে। এর মধ্যে, গুয়াহাটিতে চারটি সংস্করণ দক্ষতার সঙ্গে আয়োজন করা হয়েছিল।
স্বাগতিক আসাম, বাংলা এবং কেরলকে সরাসরি চূড়ান্ত রাউন্ডের গ্রুপে স্থান দেওয়া হয়েছে। কারণ তাদের প্রাথমিক গ্রুপ পর্বের খেলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১২টি দলকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
সন্তোষ ট্রফি ২০২৫-২৬ ফাইনাল রাউন্ড গ্রুপ:
গ্রুপ এ:
বাংলা, আসাম, নাগাল্যান্ড, রাজস্থান, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ু
গ্রুপ বি:
রেলওয়ে, সার্ভিসেস, কেরল, পঞ্জাব, মেঘালয় এবং ওড়িশা।
শীর্ষ চারটি দল ২ এবং ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং গ্র্যান্ড ফাইনাল ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি