
শিলচর (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : শিলচরে অবস্থিত কাছাড় জেলা সার্কল (সিডিসি)-এর বিদ্যালয়সমূহের পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের বিভাগ থেকে জারিকৃত এক আদেশে জানানো হয়েছে, জেলায় বিরাজমান শীতল আবহাওয়ার কারণে বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্ববর্তী আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সর্বশেষ আদেশ অনুযায়ী, কাছাড় জেলার অন্তর্গত সকল সরকারি, প্রাদেশিকীকৃত ও বেসরকারি নিম্ন প্রাথমিক (এলপি), উচ্চ প্রাথমিক (ইউপি), মাধ্যমি বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়গুলি এখন থেকে তাদের পূর্বনির্ধারিত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
উল্লেখ্য, শৈত্যপ্রবাহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর (২০২৫) বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বর্তমানে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় ওই আদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, বিদ্যালয় পরিচালন কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবগত হয়ে যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা জোন, শিলচরের আঞ্চলিক কার্যালয় থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস