আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জোরদার নিরাপত্তা পুলিশের
কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিধাননগর পুলিশ। স্বাস্থ্য ভবনের অদূরে গোটা রাস্তা জুড়ে ব্যারিকেড বসানো হয়েছে। রীতিমতো রাস্তা খুঁড়ে তার মধ্যে লোহার পাত পুঁতে জাল দিয়ে ঘেরা হয়েছে। স্বাস্থ্য
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জোরদার নিরাপত্তা পুলিশের


কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিধাননগর পুলিশ। স্বাস্থ্য ভবনের অদূরে গোটা রাস্তা জুড়ে ব্যারিকেড বসানো হয়েছে। রীতিমতো রাস্তা খুঁড়ে তার মধ্যে লোহার পাত পুঁতে জাল দিয়ে ঘেরা হয়েছে। স্বাস্থ্য ভবনের কিছুটা আগে রাস্তার উভয় দিক বন্ধ করা হয়েছে। এক পাশে ফুটপাতে কিছুটা জায়গা চলাচলের জন্য রাখা হয়েছে। বুধবার সকাল থেকে পরিচয়পত্র দেখিয়ে তবে সেই পথ ধরে তথ্যপ্রযুক্তি কর্মী বা পাঁচ নম্বর সেক্টরে যাওয়া লোকজনদের পথ পেরোতে হচ্ছে। স্বাস্থ্য ভবন এবং সংলগ্ন একাধিক সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের একাংশের অভিযোগ, এখানে মাঝেমধ্যেই বিক্ষোভ এবং তার জেরে পুলিশি ব্যবস্থায় তাঁদের যাতায়াতের অসুবিধা হয়। যদিও পুলিশের একাংশের বক্তব্য, বিক্ষোভ কর্মসূচি ঘিরে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। একটি পথের কিছু অংশ বন্ধ করা হয়েছে। অন্যান্য পথ খোলা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande