
ভাদোদরা, ২১ জানুয়ারি(হি.স.): দিল্লি ক্যাপিটালসের ওপেনার শেফালি ভার্মা দ্বিতীয় ভারতীয় এবং মোট চতুর্থ খেলোয়াড় হিসেবে মহিলা প্রিমিয়ার লিগে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করলেন।
মঙ্গলবার ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ২১ বছর বয়সী এই খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করলেন।
প্রথম ভারতীয় হিসেবে চার অঙ্কের গণ্ডি পার হয়েছিলেন এমআই অধিনায়ক হরমনপ্রীত কৌর, যিনি এই মরশুমের শুরুতে গুজরাট জায়ান্টসের বিপক্ষে ম্যাচের সময় এই গণ্ডি পেরিয়েছিলেন।
এমআই অলরাউন্ডার ন্যাট সাইভার-ব্রান্ট টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রান করেছিলেন, যা ইংল্যান্ড অধিনায়ক গত মরসুমে অর্জন করেছিলেন।
এই মরসুমে ইউপি ওয়ারিয়র্সের নেতৃত্বদানকারী মেগ ল্যানিংও টুর্নামেন্টে ১০০০-এর বেশি রান করা খেলোয়াড়দের তালিকায় যোগ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি