নগদ লেনদেনে সুরক্ষা ও স্বচ্ছতা বৃদ্ধিতে এসবিআই এবং এনএফ রেলের মউ স্বাক্ষর
গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অদীন ৪০০টি স্টেশনে নগদ টাকা সংগ্রহের সুবিধা প্রদানের জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-র সাথে একটি মউ স্বাক্ষর করে আর্থিক দক্ষতা, সুরক্ষা এবং স্বচ্ছতা মজবুত করার ক্ষেত্রে একটি বড় পদক
নগদ লেনদেনে এসবিআই এবং এনএফ রেলের মউ স্বাক্ষরের পর


গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অদীন ৪০০টি স্টেশনে নগদ টাকা সংগ্রহের সুবিধা প্রদানের জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-র সাথে একটি মউ স্বাক্ষর করে আর্থিক দক্ষতা, সুরক্ষা এবং স্বচ্ছতা মজবুত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ বুধবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, এই মউ স্বাক্ষর কার্যক্রম গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয়ে জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপ রেলওয়ে ব্যবস্থায় নগদ অর্থ ব্যবস্থাপনার পদ্ধতি উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রেস বার্তায় বলা হয়েছে, এই ব্যবস্থার অধীনে এসবিআই নির্ধারিত স্টেশনগুলি থেকে নগদ টাকা সংগ্রহের জন্য একটি সুরক্ষিত ও সুসংগঠিত ব্যবস্থা প্রদান করবে এবং স্টেশনের আয় যথাসময়ে সংশ্লিষ্ট এসবিআই শাখায় জমা নিশ্চিত করবে। এই ব্যবস্থাটি নগদ অর্থ ব্যবস্থাপনায় সমরূপতা আনবে, দায়বদ্ধতা বৃদ্ধি করবে এবং জিপিএস-সক্ষম যানবাহনের মাধ্যমে নগদ অর্থের গতিবিধি রিয়েল-টাইমে ট্র্যাক করা সম্ভব করবে। ফলে চুরি, ক্ষতি বা আত্মসাতের সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস পাবে।

এনএফ রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন এই সুবিধার ফলে যানবাহন ভাড়ায় নেওয়া এবং সুরক্ষা কর্মীর পেছনে ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাশ্রয় হবে। পাশাপাশি স্টেশনকর্মীদের সুরক্ষাও বৃদ্ধি হবে। কর্মীদের হাতে নগদ টাকা পরিবহণের কাজ থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে এই পদক্ষেপটি মূল পরিচালনাগত ও বাণিজ্যিক কার্যকারিতার ওপর অধিক মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে, যা আধুনিকীকরণ, স্বচ্ছতা এবং উন্নত জনসেবা প্রদানের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে দাবি করা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande