ধস শেয়ার বাজারে, সূচক নিম্নমুখী
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): বিশ্ব বাজারের দুর্বল সংকেত এবং আন্তর্জাতিক চাপের জেরে বুধবার লেনদেনের শুরু থেকেই দেশের শেয়ার বাজারে পতনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। এদিন বাজার খোলার সময় থেকেই সূচক ছিল নিম্নমুখী। যদিও খোলার ঠিক পরেই ক্রেতাদের তৎপরতায় স
ধস শেয়ার বাজারে, সূচক নিম্নমুখী


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): বিশ্ব বাজারের দুর্বল সংকেত এবং আন্তর্জাতিক চাপের জেরে বুধবার লেনদেনের শুরু থেকেই দেশের শেয়ার বাজারে পতনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। এদিন বাজার খোলার সময় থেকেই সূচক ছিল নিম্নমুখী। যদিও খোলার ঠিক পরেই ক্রেতাদের তৎপরতায় সেনসেক্স ও নিফটি সাময়িকভাবে ‘সবুজ সংকেতে’ ফিরতে সফল হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই ব্যাপক বিক্রির চাপ তৈরি হওয়ায় দুই সূচকই ফের ‘লাল সংকেতে’ বা লোকসানের ঘরে নেমে যায়। প্রথম এক ঘণ্টার লেনদেনের পর সেনসেক্স ০.৩৮ শতাংশ এবং নিফটি ০.২৫ শতাংশ পতনের সাথে কেনাবেচা চলছিল।

প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে বাজারের বড় শেয়ারগুলির মধ্যে আদানি এন্টারপ্রাইজেস (সম্ভবত আপনার টেক্সটের 'এটারনল'), হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, জেএসডব্লিউ স্টিল এবং এইচডিএফসি লাইফ-এর শেয়ার ১.১৭ থেকে ০.৬৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধির মুখ দেখেছে। অন্যদিকে, ভারত ইলেকট্রনিক্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, ট্রেন্ট লিমিটেড, ইনফোসিস এবং অ্যাপোলো হসপিটাল-এর শেয়ার ১.৭২ থেকে ০.৮৬ শতাংশ পর্যন্ত লোকসানের সম্মুখীন হয়েছে।

এখনও পর্যন্ত বিএসই-তে ২,৬৯৩টি শেয়ারের সক্রিয় লেনদেন হচ্ছে। এর মধ্যে ১,০০৯টি শেয়ার লাভের মুখ দেখে সবুজ সংকেতে রয়েছে এবং ১,৬৮৪টি শেয়ার লোকসানের জেরে লাল সংকেতে রয়েছে। সেনসেক্সের ৩০টি প্রধান শেয়ারের মধ্যে ১২টি সবুজ সংকেতে এবং ১৮টি লাল সংকেতে রয়েছে। একইভাবে নিফটি-র ৫০টি শেয়ারের মধ্যে ২২টি ঊর্ধ্বমুখী এবং ২৮টি নিম্নমুখী অবস্থানে রয়েছে।

বিএসই-র সেনসেক্স এদিন ৩৮৫.৮২ পয়েন্ট কমে ৮১,৭৯৪.৬৫ স্তরে খোলে। বাজার খোলার প্রথম ৫ মিনিটেই কেনাকাটার চাপে সূচকটি ওপেনিং লেভেল থেকে ৪৮০ পয়েন্টের বেশি লাফিয়ে ৮২,২৮২.২৫ স্তরে পৌঁছে গিয়েছিল। তবে দ্রুত বিক্রির চাপ শুরু হওয়ায় সূচকটি ফের নিচে নেমে যায়। সকাল ১০.১৫ মিনিটে সেনসেক্স ৩০৯.৯৩ পয়েন্ট হারিয়ে ৮১,৮৭০.৫৪ স্তরে ঘোরাফেরা করছিল।

সেনসেক্সের মতোই এনএসই-র নিফটি এদিন ৯১.৫০ পয়েন্ট পতন নিয়ে ২৫,১৪১ স্তরে যাত্রা শুরু করে। বাজার খোলার প্রথম ৫ মিনিটে নিফটিও ওপেনিং লেভেল থেকে ১৩৫ পয়েন্টের বেশি লাফিয়ে ২৫,২৭৭.৭৫ স্তরে পৌঁছে যায়। কিন্তু সেই স্থিতি বজায় থাকেনি। প্রথম এক ঘণ্টার লেনদেন শেষে নিফটি ৬২.৮৫ পয়েন্ট কমে ২৫,১৬৯.৬৫ স্তরে লেনদেন হচ্ছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande