
পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি (হি স): দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ইরাশাল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক চয়নদীপ দাসের।
মঙ্গলবার রাতে তিনি অন্য একজনের বাইকের পিছনে বসে যাচ্ছিলেন। কিন্তু তিনি বাইক থেকে পড়ে যান। সেই সময়ে একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, এই চিকিৎসকের আদি বাড়ি মেদিনীপুরে। আপাতত তিনি হাওড়ায় আন্দুলে থাকতেন। চলতি বছরে তিনি নিট পিজি-তে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভর্তির আগেই এই দুর্ঘটনার শিকার হলেন তরুণ এই চিকিৎসক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত