হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
ভুবনেশ্বর, ২১ জানুয়ারি (হি.স.) : ওড়িশার সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর (পিজি) এক ছাত্রের মৃতদেহ মঙ্গলবার গভীর রাতে হস্টেলের কক্ষ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে অনুমান করছে।
হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা


ভুবনেশ্বর, ২১ জানুয়ারি (হি.স.) : ওড়িশার সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর (পিজি) এক ছাত্রের মৃতদেহ মঙ্গলবার গভীর রাতে হস্টেলের কক্ষ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে অনুমান করছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের পরিচয় সুরজ কুজুর। তিনি সুন্দরগড় জেলার কুত্রা এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র হস্টেলে থাকতেন।

হস্টেলের ৫২ নম্বর কক্ষে ঝুলন্ত অবস্থায় ছাত্রের দেহ দেখতে পান হস্টেল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রের মানসিক অবস্থা, ব্যক্তিগত সমস্যা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে এবং মৃত ছাত্রের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের আবহ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande