
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : “মাতৃশক্তি কে রাজ্যের নানা প্রান্তে এই রকম লাঞ্ছিত ও আক্রান্ত হতে হলো এই মুখ্যমন্ত্রী'র রাজত্বে। আমি এর তীব্র নিন্দা জানাই।” আশা কর্মীদের ওপর পুলিশি আচরণে বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “উত্তরববঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকেই কলকাতা আসার চেষ্টায় থাকা আশা কর্মীদের বড় অংশকে দিকে দিকে বাধা পুলিশের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশা কর্মীদের রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে জোর পূর্বক আটকানোর অভিযোগ। পুলিশ আশা কর্মীদের ঘিরে ধরে ট্রেন ও বাস ধরতে বাধা দেয়। বেশ কয়েকজন আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
এই শীতের মধ্যে বিভিন্ন স্থানে পানীয় জল ও খাবার ছাড়াই আশা দিদি ও বোনদের আটকে রাখা হয়েছে। আমি রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অনুরোধ জানাচ্ছি আশা কর্মীদের সহায়তা ও পরিষেবা প্রদান করুন।
রাজ্য এখন অত্যাচার ও অনাচারের চরম পর্যায়ে পৌঁছে গেছে, ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তোলা এখানে রাজদ্রোহ বলে গণ্য হচ্ছে, এত দমন পীড়ন ব্রিটিশ আমলেও হতো না...”।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত