“বর্বর সরকার, অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন”, কটাক্ষ শুভেন্দুর
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : “মাতৃশক্তি কে রাজ্যের নানা প্রান্তে এই রকম লাঞ্ছিত ও আক্রান্ত হতে হলো এই মুখ্যমন্ত্রী''র রাজত্বে। আমি এর তীব্র নিন্দা জানাই।” আশা কর্মীদের ওপর পুলিশি আচরণে বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিক
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : “মাতৃশক্তি কে রাজ্যের নানা প্রান্তে এই রকম লাঞ্ছিত ও আক্রান্ত হতে হলো এই মুখ্যমন্ত্রী'র রাজত্বে। আমি এর তীব্র নিন্দা জানাই।” আশা কর্মীদের ওপর পুলিশি আচরণে বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “উত্তরববঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকেই কলকাতা আসার চেষ্টায় থাকা আশা কর্মীদের বড় অংশকে দিকে দিকে বাধা পুলিশের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযানে যোগ দিতে চাওয়া আশা কর্মীদের রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে জোর পূর্বক আটকানোর অভিযোগ। পুলিশ আশা কর্মীদের ঘিরে ধরে ট্রেন ও বাস ধরতে বাধা দেয়। বেশ কয়েকজন আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এই শীতের মধ্যে বিভিন্ন স্থানে পানীয় জল ও খাবার ছাড়াই আশা দিদি ও বোনদের আটকে রাখা হয়েছে। আমি রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অনুরোধ জানাচ্ছি আশা কর্মীদের সহায়তা ও পরিষেবা প্রদান করুন।

রাজ্য এখন অত্যাচার ও অনাচারের চরম পর্যায়ে পৌঁছে গেছে, ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তোলা এখানে রাজদ্রোহ বলে গণ্য হচ্ছে, এত দমন পীড়ন ব্রিটিশ আমলেও হতো না...”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande