
কলকাতা, ২১ জানুয়ারি (হি স)। “আমি আশা কর্মীদের এই অরাজনৈতিক ন্যায়-অধিকার আদায়ের কর্মসূচি কে সম্পূর্ণ সমর্থন জানাই।” এক্সবার্তায় এ কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এর আগে তিনি ওই বার্তায় মঙ্গলবার লিখেছিলেন, “আগামীকাল বেতনবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে স্বাস্থ্যভবন অভিযান আশা কর্মীদের।
ভীত সন্ত্রস্ত স্বাস্থ্যমন্ত্রী, তাই ওনাকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী !!! লোহার প্রাচীর তৈরি করছে মমতা পুলিশ, আশা দিদি ও বোনদের রুখতে।
আপনারা আপনাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইতে যত প্রতিকূলতার সম্মুখীন হোন না কেন, দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন। আপনাদের লড়াইয়ের আঁচ ভালোই টের পেয়েছে নবান্ন, তাই রাতারাতি প্রস্তুতি সারছে...।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত