
হাইলাকান্দি (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দির বিদ্যালয়সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তিতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের তাদের দ্বিচক্রযান ব্যবহারের সময় হেলমেট পরিধান করার নির্দেশ দিয়েছেন।
চলতি সড়ক সুরক্ষা মাস পালন উপলক্ষ্যে জেলার শিক্ষক ও কর্মচারীদের সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলার কলেজ এবং সব ধরনের স্কুলের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইন্সপেক্টর অব স্কুলস এই নিৰ্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস