হাইলাকান্দিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়ার নির্দেশ
হাইলাকান্দি (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : আসন্ন প্রজাতন্ত্র দিবস পালনের সব সরকারি অনুষ্ঠানের শেষে ‘বন্দেমাতরম’ সংগীত পরিবেশন করার নির্দেশ দিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন। আজ বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত আসন্ন প্ৰজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি খতিয
হাইলাকান্দিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়ার নির্দেশ


হাইলাকান্দি (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : আসন্ন প্রজাতন্ত্র দিবস পালনের সব সরকারি অনুষ্ঠানের শেষে ‘বন্দেমাতরম’ সংগীত পরিবেশন করার নির্দেশ দিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন।

আজ বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত আসন্ন প্ৰজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি খতিয়ে দেখার সময় এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত প্ৰস্তুতি সভায় অতিরিক্ত জেলাশাসক ড. খালেদা সুলতানা জানান, জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদেরকে তাঁদের অধীনস্ত সব বিভাগের প্ৰজাতন্ত্র দিবসের প্রতিটি কার্যসূচির শেষে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ পরিবেশন করা সুনিশ্চিত করতে হবে।

এদিকে জেলায় আসন্ন প্ৰজাতন্ত্র দিবস পালনের জন্য প্রস্তুতি এগিয়ে চলেছে। আগামী ২৬ জানুয়ারি সোমবার সকাল ৯-টায় হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে সকাল ৬-টায় শহরের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত প্রচারের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালনের সূচনা করা হবে। এরপর সকাল সাড়ে ৬-টায় প্রভাত ফেরি বের করা হবে। সকাল ৭-টায় বেসরকারি ভবন এবং সকাল সাড়ে ৭-টায় সরকারি, আধা-সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

প্রশাসনের ব্যবস্থাপনায় ওই দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে থাকবে সকাল পৌনে ৯-টায় শহরের জাতীয় শহিদ বেদিতে শহিদ তর্পণ, সকাল ১১টায় কারাগারে কয়েদি এবং ১১টা ২০ মিনিটে এসকে রায় সিভিল হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ, ১১টা ৪৫ মিনিটে রবীন্দ্রভবনে ই-মিডিয়া অ্যাসোসিয়েশন কর্তৃক শিশুদের মধ্যে দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শন, বেলা দেড়টায় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে ডিসি একাদশ বনাম ডিএসএ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা।

সন্ধ্যায় শহরের সব সরকারি কার্যালয় ও সরকারি ভবনে স্বদেশী উপকরণ দ্বারা আলোকিত করার কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রজাতন্ত্র দিবস দিনব্যাপী সরকারি সব কার্যসূচিতে অংশ নিতে জেলার আপামর জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande