
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন, শুক্রবারের মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-কে তার তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। ২৮ জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসি-তে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে, ২৯ জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি। দীর্ঘ দিন ধরে চলা টানাপোড়েন নিয়ে এবার এমন নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)।
রাজ্যের পরবর্তী পুলিশপ্রধান কে হবেন, সেই নিয়োগ নিয়ে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা আগেই ফেরত পাঠিয়েছিল ইউপিএসসি। রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিল ইউপিএসসি। সেই আবহেই ক্যাট-এর নির্দেশ এল।
আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন, সেই সময় যে সব আইপিএস আধিকারিকদের ছ'মাস চাকরির মেয়াদ ছিল, তাঁদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। ৩১ জানুয়ারি ওই পদ থেকে অবসর নেওয়ার কথা তাঁর। তার আগে নয়া ডিজিপি নিয়োগ করা নিয়ে টানাপোড়েন চলছে।
ইউপিএসসি-র দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন ডিজিপি-র অবসরের তিন মাস আগে, রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপি-র প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত