ডিজিটাল শিক্ষায় রাজ্যের স্বীকৃতি, সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গের ''BanglarSiksha 3.0'' (banglarshiksha.wb.gov.in) প্রকল্পের সাফল্যে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “জানাতে পেরে আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের স
ডিজিটাল শিক্ষায় রাজ্যের স্বীকৃতি


কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গের 'BanglarSiksha 3.0'

(banglarshiksha.wb.gov.in) প্রকল্পের সাফল্যে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “জানাতে পেরে আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের পুনর্নির্মিত পোর্টালটি ‘ই-লার্নিং, মূল্যায়ন এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে উৎকর্ষতা’ বিভাগের অধীনে গভর্নেন্স নাউ ষষ্ঠ ডিজিটাল রূপান্তর শীর্ষ সম্মেলন এবং পুরস্কারে ভূষিত হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande