
মিলান, ২১ জানুয়ারি(হি.স.): চ্যাম্পিয়ন্স লিগে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে তাদেরই ঘরের মাঠে হারাল আর্সেনাল।
মঙ্গলবার রাতে ইন্টারকে ৩-১ ব্যবধানে হারাল আর্সেনাল। আর্সেনালের হয়ে অন্য গোলটি করেছেন ভিক্তর ইয়োকেরেশ। স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেছেন পেতার সুসিচ।
সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান বজায় রাখল আর্সেনাল। টানা তিন ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে ইন্টার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি