
প্রয়াগরাজ, ২১ জানুয়ারি (হি.স.): ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার সকালে জলাশয়ে আছড়ে পড়ে বায়ুসেনার এক প্রশিক্ষণ বিমান। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। কচুরিপানা ভর্তি ওই জলাশয়ে আছড়ে পড়ায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বুধবার সকালে বিকট শব্দে প্রয়াগরাজের ওই জলাশয়ে আছড়ে পড়ে বিমানটি। শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়াগরাজ পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার আশঙ্কা করে একেবারে শেষ সময়ে বিমান ছেড়ে বেরিয়ে আসতে পারেন বিমানের চালক এবং এক ক্রু সদস্য৷ আর তার ফলে দু'জনেই প্রাণে বেঁচে যান৷
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ