
কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : মেঘালয় রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সমাজমাধ্যম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এদিন নিজের বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসের এই বিশেষক্ষণে আমি সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।” তিনি আরও উল্লেখ করেন যে, আজকের এই দিনটি মেঘালয়ের মানুষের দীর্ঘ পথচলা, তাঁদের স্বতন্ত্র পরিচয় এবং আকাঙ্ক্ষাকে স্মরণ করার ও সম্মান জানানোর এক অনন্য সুযোগ।
রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি, দীর্ঘ ঐতিহ্য এবং সে প্রদেশের উন্নতিতে জনগণের অবদানের প্রশংসা করার পাশাপাশি মেঘালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধিও কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি