কুয়োয় পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ ও দমকল
​শিলিগুড়ি, ২১ জানুয়ারি (হি.স.): নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন নেতাজি মোড় এলাকায় বুধবার সকালে কুয়োয় পড়ে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ ও দমকল বাহিনী। বর্তমানে ওই ব্যক্তি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ​ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর
কুয়োয় পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ ও দমকল


​শিলিগুড়ি, ২১ জানুয়ারি (হি.স.): নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন নেতাজি মোড় এলাকায় বুধবার সকালে কুয়োয় পড়ে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ ও দমকল বাহিনী। বর্তমানে ওই ব্যক্তি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে একটি কুয়োর ভেতর থেকে আর্তনাদ শুনতে পান এলাকাবাসীরা। কাছে গিয়ে তাঁরা দেখেন, এক ব্যক্তি কুয়োর পড়ে গিয়ে বাঁচার জন্য ছটফট করছেন। স্থানীয়রা প্রথমে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকল বিভাগ ও এনজেপি থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মী ও পুলিশের একটি দল।

দমকল ও পুলিশ যৌথভাবে দীর্ঘ ক্ষণের চেষ্টায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় কুয়ো থেকে টেনে তোলে। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।

ওই ব্যক্তি কীভাবে কুয়োয় পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে প্রায়ই এনজেপি এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande