
আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া রেলস্টেশনে ওয়াগন থেকে ফেনসিডিল জব্দের চাঞ্চল্যকর মামলায় বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই মামলার মূল হোতা বলে অভিযুক্ত দিল্লির বাসিন্দা দীপ প্রকাশ গুপ্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। উত্তর প্রদেশে লুকিয়ে থাকা দীপ প্রকাশ গুপ্তকে সেখান থেকে আটক করে ত্রিপুরায় এনে বুধবার আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত বছর জিরানিয়ায় একটি রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে একটি বৃহৎ আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অস্তিত্ব সামনে আসে। দীপ প্রকাশ গুপ্তের গ্রেফতার এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন তদন্তকারীরা।
এই মামলায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মন্টানু সাহা, যাকে দুবাই থেকে ফেরার পর আটক করা হয়। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তার বাড়ি থেকে একাধিক আপত্তিকর নথি উদ্ধার করেছেন। পাশাপাশি আমতলি বাইপাস সংলগ্ন এলাকায় তার গুদামে অভিযান চালিয়ে পাচার চক্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
তবে তদন্তে এখনও একাধিক চ্যালেঞ্জ রয়ে গেছে। মূল সন্দেহভাজন বড়মুড়ার অপু দাস বর্তমানে পলাতক। সূত্রের দাবি, তিনি বাংলাদেশে চট্টগ্রামে আত্মগোপন করে রয়েছেন।
সংশ্লিষ্ট আরেক ঘটনায় গত ১১ নভেম্বর, ২০২৫ তারিখে সিপাহীজলা জেলার বক্সনগরে অপু রঞ্জন দাসের বাড়িতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হলেও তাকেও গ্রেফতার করা সম্ভব হয়নি।
ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের মতে, দীপ প্রকাশ গুপ্তকে জিজ্ঞাসাবাদ করলে আন্তঃসীমান্ত মাদক পাচার চক্রের সংযোগ এবং এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ