ফটিকরায়ে হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
ফটিকরায় (ত্রিপুরা), ২১ জানুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন সায়দারপাড় শিমূলতলা এলাকার সাম্প্রতিক হিংসার ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বুধবার হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী


ফটিকরায় (ত্রিপুরা), ২১ জানুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন সায়দারপাড় শিমূলতলা এলাকার সাম্প্রতিক হিংসার ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বুধবার হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন সিপিআই(এম)-এর জেলা, মহকুমা ও রাজ্য স্তরের নেতৃত্বরা।

এদিন প্রতিনিধি দলটি হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন এবং আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে ক্ষয়ক্ষতি, নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক উদাসীনতার অভিযোগ শোনেন বিরোধী নেতারা। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার জন্য রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়কের ভূমিকার তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী।

উল্লেখ্য, সায়দারপাড় শিমূলতলা এলাকায় সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বলে অভিযোগ। সেই সংঘর্ষের জেরে একাধিক বাড়িঘর ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনকি ধর্মীয় স্থানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিরোধী দলের দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর তৎপরতায় এই হিংসার ঘটনা সংগঠিত হয়েছে।

জিতেন্দ্র চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত কয়েক বছর ধরে দেশ ও রাজ্যে পরিকল্পিতভাবে হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরীহ মানুষের মধ্যে হিংসাত্মক মানসিকতা উসকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এই পরিস্থিতিতে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ—উভয় সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান শাসক দলের আমলে রাজ্যের সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন কার্যত পঙ্গু হয়ে পড়েছে। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, হিংসার ঘটনায় যারা প্রকৃতপক্ষে আক্রান্ত, তাদেরই পুলিশ গ্রেফতার করছে, অনেকে আবার গ্রেফতারের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। অপরদিকে, প্রকৃত দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম সাহায্য বা পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এই পরিস্থিতিকে ব্রিটিশ আমলের সঙ্গেও তুলনা করে বিরোধী দলনেতা বলেন, রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিককে রক্ষা করা হলেও ত্রিপুরায় প্রশাসন অপরাধীদের রক্ষা করার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এদিনের সফরে জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব, কুমারঘাট মহকুমা সম্পাদক সমিরণ মালাকার সহ অন্যান্য নেতৃত্বরা। আক্রান্ত পরিবারগুলিকে সাহস জোগানোর পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলের নেতৃত্বরা।

ফটিকরায়ের সায়দারপাড় শিমূলতলার এই হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande