স্বাস্থ্য ভবনের আগে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক পুলিশের
কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): স্বাস্থ্য ভবনের কিছু আগে বুধবার সকালে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক করল বিধাননগর পুলিশ। আশা কর্মীদের অভিযোগ, পুলিশ অভিযান করতে দিতেই চাইছে না। তাই মঙ্গলবার রাত থেকে হয়রানি শুরু করেছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায়
স্বাস্থ্য ভবনের আগে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক পুলিশের


কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): স্বাস্থ্য ভবনের কিছু আগে বুধবার সকালে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক করল বিধাননগর পুলিশ। আশা কর্মীদের অভিযোগ, পুলিশ অভিযান করতে দিতেই চাইছে না। তাই মঙ্গলবার রাত থেকে হয়রানি শুরু করেছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় পুলিশ তাঁদের আটকে দিয়েছে বলে অভিযোগ। তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। এ দিন সকালে হলদিবাড়ি ব্লক থেকে আশা কর্মীদের একাংশ জড়ো হয়েছিলেন বিধাননগরের পাঁচ নম্বর সেক্টরে। সেখান থেকে তাঁদের আটক করেছে পুলিশ। আশা কর্মীদের দাবি, বিভিন্ন দাবি নিয়ে স্বাস্থ্যকর্তাদের কাছে যাওয়ার কথা। স্বাস্থ্য আধিকারিকেরাই দাবি শুনবেন বলেছিলেন। রাজ্যের পুলিশ যে আচরণ করল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব আগামীতে দিতেই হবে। এর প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চলবে বলেও জানান তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande