
কদমতলা (ত্রিপুরা), ২১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা–অসম সীমান্তবর্তী বিকল্প জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্তবর্তী ঝেরঝেরী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে ঘিরে গোটা এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও চিকিৎসকদের মতে, মঙ্গলবার রাতে ঝেরঝেরী এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি নির্জন হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কারও নজরে আসেনি বলে জানা গেছে।
পরবর্তীতে পথচলতি কয়েকজন ব্যক্তি বিকল্প জাতীয় সড়কের উপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রেমতলা দমকল দফতরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া বাইকের রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। মৃতের নাম তনয় রায় (২২)। তাঁর বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুর এলাকায়। জানা গেছে, তনয় পেশায় একজন ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি (নম্বর: টিআর০২-কে-৬৩৮১) উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনাস্থল থেকে পাথর নোঝাই ডাম্পারটি উদ্ধার করা যায়নি। পুলিশের ধারণা, দুর্ঘটনার পর অভিযুক্ত ডাম্পারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং পলাতক ডাম্পারটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাথর বোঝাই ডাম্পারগুলির বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ