ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু, চাঞ্চল্য ধোলপুরে
ধোলপুর, ২১ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের ধোলপুর জেলায় ছেলের হাতে প্রাণ হারালেন মা। রাজাখেড়া মহকুমার বাসাই ঘিয়ারাম গ্রামে বুধবার ভোরে মা-ছেলের মধ্যে বচসার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে,
ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু, চাঞ্চল্য ধোলপুরে


ধোলপুর, ২১ জানুয়ারি (হি.স.) : রাজস্থানের ধোলপুর জেলায় ছেলের হাতে প্রাণ হারালেন মা। রাজাখেড়া মহকুমার বাসাই ঘিয়ারাম গ্রামে বুধবার ভোরে মা-ছেলের মধ্যে বচসার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার ও তাঁর মা সোনারদাইয়ের মধ্যে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ছেলে সঞ্জয় তার নিজের মায়ের মাথায় ইট দিয়ে একাধিকবার আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৫৫ বছর বয়সি সোনারদাইয়ের।

ঘটনার সময় অভিযুক্তের আক্রমণাত্মক আচরণের কারণে উপস্থিত গ্রামবাসীরা কেউই এগিয়ে এসে তাঁকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে সঞ্জয়কে আটক করে। তদন্তের স্বার্থে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত সঞ্জয় মানসিকভাবে অসুস্থ এবং বিগত প্রায় দুই বছর ধরে তাঁর চিকিৎসা চলছিল। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande